এসথেটিকস থেরাপি
এসথেটিক থেরাপি যা কসমেটিক চিকিৎসা নামেও পরিচিত।
এটি একটি সার্জারি ও ব্যাথা বিহীন চিকিৎসা পদ্ধতি যা বার্ধক্যজনিত লক্ষণগুলির বিরুদ্ধে কাজ করে,
ত্বককে পুনরুজ্জীবিত করতে এবং সতেজ রাখতে সাহায্য করে শরীরের প্রাকৃতিক সৌন্দর্যকে উজ্জীবিত করে।
হোম / এসথেটিকস থেরাপি
এসথেটিকস থেরাপি
একজন মানুষের ব্যাক্তিত্বের বহিপ্রকাশ করে থাকে তার মুখমন্ডল। এসথেটিক থেরাপি যা কসমেটিক থেরাপি নামেও পরিচিত যা একজন মানুষের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করে তার ব্যক্তিত্বকে আরো ভালোভাবে প্রকাশ করে। অধিক রাসায়নিক দ্রব্যের ব্যবহার,বয়স ও স্কিন সংবেদনশীলতার জন্য স্কিনের বিভিন্ন সমস্যায় ভুগেন যা তাকে অনেকসময় সবার সামনে প্রকাশে বাধা দেয় কিছু চিকিৎসা পদ্ধতি এই সমস্যা কমাতে বেশ কার্যকরী ভুমিকা পালন করে এবং সৌন্দর্য বৃদ্ধিতেও কাজ করে থাকে এবং এই চিকিৎসা পদ্ধতি এসথেটিক থেরাপি নামে পরিচিত
এসথেটিকস ফিজিওথেরাপির সেবাসমূহ
এসথেটিকস ফিজিওথেরাপির মধ্যে আপনারা যে সেবা গুলো পাবেন।

পেটের মেদ কমানো

মুখের চামড়া ভাঁজ হওয়া

চামড়া ঝুলে যাওয়া

আমাদের সেন্টারে আপনাকে স্বাগতম
উত্তরা শাখা
- বাড়ি-২৫/ই, লেক ড্রাইভ রোড, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা-১২৩০
- 01774-678604
বনানী শাখা
- বাড়ি -১১৯, ( বনানী ক্লাবের পশ্চিম পাশে) , রোড ১, বনানী চেয়ারম্যান, ঢাকা।
- 01774-684683